বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন প্রকল্পের অনুমোদন

ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন প্রকল্পের অনুমোদন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ভাসানচরে ১ লাখে ৩ হাজার ২শ’ রোহিঙ্গা শরণার্থীর আবাসন নিশ্চিতে আশ্রয়ন-৩ নামে প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩শ’ ১২ কোটি টাকা। চলতি সময় থেকে নভেম্বর ২০১৯ মেয়াদে এ প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানিয়েছে একনেক সূত্র।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আশ্রয়ন-৩ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।