মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > সারাদেশ > ‘ভাস্কর্য অবমাননা, জঙ্গী ও মৌলবাদকে কঠোরভাবে প্রতিহত করব’

‘ভাস্কর্য অবমাননা, জঙ্গী ও মৌলবাদকে কঠোরভাবে প্রতিহত করব’

শেয়ার করুন

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা, জঙ্গীবাদ, মৌলবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (জিসিসিআই)।

আজ শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের প্রধান গেইটের সামনে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে এ মানববন্ধন করা হয়।

গাজীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট ডঃ আনোয়ার সাদত সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টির পরিচালক অ্যাড. আব্দুল হাদী শামীম, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল আহ্সান সরকার রাসেল, ব্যবসায়ী মাকসুদুল হক, দেলোয়ার হোসেন বাদল, মজিবুর রহমান স্বপন, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, সাইফুল ইসলাম, আব্দুল রউফ মোল্লাহ প্রমুখ।

বক্তারা জানান, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর ভাবে প্রতিহত করা হবে, যড়যন্ত্রকারীদের অপতৎপরতা বিরুদ্ধে বঙ্গবন্ধুর সৈনিকরা পিছপা হবে না। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার গুরুত্বারোপ করেন।