শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > ভিসা জটিলতার জন্য দায়ী এজেন্সি : ধর্মমন্ত্রী

ভিসা জটিলতার জন্য দায়ী এজেন্সি : ধর্মমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

হজযাত্রীদের ভিসা নিয়ে সৃষ্ট জটিলতার জন্য এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। একই সঙ্গে দ্রুত এই ভিসা জটিলতার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এ সব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘বারবার তাগাদা দেওয়ার পরও হজ এজেন্সিগুলো সময়মতো পদক্ষেপ নেয়নি। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য হজ এজেন্সিগুলোই দায়ী।’

তিনি বলেন, ‘হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা আমরা উদঘাটন করতে পেরেছি। দ্রুতই এ সংকটের সমাধান হবে। সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। যে হজযাত্রীরা ভিসা পাননি, তারা এখন ভিসা পাচ্ছেন।’

মতিউর রহমান বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই সবার ভিসা হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক হজযাত্রী হজ করতে যেতে পারবেন।’

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।