শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ভুটানে বিজয়ী বিরোধী দল

ভুটানে বিজয়ী বিরোধী দল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ ভুটানে পার্লামেন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে। এটিই সেখানে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্টের নিম্ন ক বা জাতীয় পরিষদে সেখানে আসন ৪৭টি। এর মধ্যে পিডিপি পেয়েছে ৩২টি। মতাসীন দল দ্রুক ফুয়েনসাম শোকপা (ডিপিটি) পেয়েছে ১৫ আসন। এর আগে ২০০৮ সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে মাত্র দুটি আসন পেয়েছিল পিডিপি। এবার সরকার গঠনের জন্য তাদের ২৪টি আসন পেলেই চলত। শনিবার সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী বাহারি পোশাকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচন সুষ্ঠু করার জন্য ভারত তাদের প্রায় ২ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। ভুটানে ভোটার মোট ৪ লাখ। ২০০৮ সালের প্রথম নির্বাচনের মধ্য দিয়ে রাজতন্ত্র থেকে সংসদীয় গণতন্ত্রে আসে। রাজার সমর্থক দল ডিপিটি সেই নির্বাচনে বড় বিজয় পেলেও পাঁচ বছরের ব্যবধানে দৃশ্যপট অনেকটাই বদলে গেল। তবে বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে পিডিপির সামপ্রতিক সম্পর্কোন্নয়ন এবং এ মাসের শুরুতে নেপালে রান্নার গ্যাস ও কেরোসিনে ভারতের ভর্তুকি দেয়া বন্ধের বিষয়টি নির্বাচনে প্রভাব রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভুটানের পার্লামেন্টের ন্যাশনাল কাউন্সিল বা উচ্চকে আসন ২৫টি। এর মধ্যে রাজা পাঁচজনকে নিয়োগ দেন এবং বাকি ২০ জন নির্বাচিত হন ২০ জেলা থেকে।
আর ৪৭টি সংসদীয় এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হন জাতীয় পরিষদের সদস্যরা।