শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > ভোটে সবার জন্য সমান সুযোগ থাকবে’

ভোটে সবার জন্য সমান সুযোগ থাকবে’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেছেন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবাই যেন আচরণবিধি মেনে চলে সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। রাস্তা বন্ধ করে কোনো জনসভা করতে দেব না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন বদ্ধ পরিকর। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। ভোটে সবার জন্য সমান ফিল্ড থাকবে। ভোট উৎসবমুখর হবে। ভোট উৎসব যেন সংঘর্ষে রূপ না নেয়, সেদিকে নজর রাখবেন বলেও জানান তিনি।

একজন কমিশনার প্রার্থীদের শোডাউনের জন্য জ্যামে আটকা পড়েন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এক হাজার প্রার্থী পাঁচজন করে নিয়ে আসলেও পাঁচ হাজার হয়। তবে আমরা তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা রেখেছি। অনেকে ৫ জনও না এনে তিনজন নিয়ে এসেছে।

তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা।