শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ভ্রাম্যমাণ আদালতে প্রভাষকসহ ১০ জনের বিরুদ্ধে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে প্রভাষকসহ ১০ জনের বিরুদ্ধে জরিমানা

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি ॥ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বগুড়ার আদমদীঘি রহিমউদ্দীন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল করার জন্য ৮ পরীক্ষার্থীকে এবং এতে সহযোগিতা করার দায়ে আটক প্রভাষক ও প্রদর্শককে ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা আইনে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।
পুলিশ জানায়. কলেজের সমাজকল্যাণ বিষয়ের প্রভাষক ইয়াছিন আলী ও কম্পিউটার প্রদর্শক আব্দুল মান্নানকে ২৫ হাজার টাকা করে এবং ৮ জন পরীক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। গত শুক্রবার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় দেন।
বাউবির অধীনে এইচএসসি ও স্নাতক পরীক্ষায় আদমদীঘি রহিমউদ্দীন ডিগ্রি কলেজ কেন্দ্রে নকল করার সময় ও এতে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্র থেকে ওই প্রভাষক ও প্রদর্শকসহ ৯ জন পরীক্ষার্থীকে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর আটক করে পুলিশে সোপর্দ করেন।