বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > মন্ত্রী-এমপিদের সময় কম তাই রাজউক কর্মকর্তাদের নাভিশ্বাস চরমে

মন্ত্রী-এমপিদের সময় কম তাই রাজউক কর্মকর্তাদের নাভিশ্বাস চরমে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি দলের সিনিয়র-জুনিয়র নেতারা বলছেন, সময় কম। তাই রাজধানী উন্নয়ন কর্তৃপ (রাজউক)-এর পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের নাভিশ্বাস চরমে। ভিআইপিদের সেবা দিতে দিনের বেশির ভাগ সময় পার করতে হচ্ছে তাদের। এ নিয়ে ত্যক্ত-বিরক্ত রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, সুস্থ মনে নিজের মতো করে কাজ করতে পারছি না। মাথার ওপর দাঁড়িয়ে থেকে সবাই বলছেন, এখনই দখল দিয়ে লিজ ডিড রেজিস্ট্রি করার ব্যবস্থা নিন। অন্যথায় আগামীতে ভিন্ন মতের কোন সরকার মতায় এলে প্রথমে এসেই সংরতি ক্যাটিগরির প্লট বাতিল করে দেবে। ওদিকে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পে তাদের নামে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল রেজিস্ট্রি করার হিড়িক পড়েছে। এ দুই প্রকল্পে ভিআইপিদের পাওয়া প্লটের বিপরীতে লিজ দলিলেরও ধুম পড়েছে। এ নিয়ে তটস্থ থাকছেন রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা। সব কাজ ফেলে তাদের ওই সব নির্ধারিত লিজ দলিল ফাইলের পেছনে ছুটতে হচ্ছে। না শুনলে কথায় কথায় ধমক শুনতে হচ্ছে। অনেক েেত্র মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা বসে থেকে ফাইল অনুমোদন করিয়ে নিতে চাইছেন। এ কারণে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের। ওদিকে গত ৫ই মার্চ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান সংসদকে জানান, বর্তমান নবম সংসদের সংসদ সদস্যদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপ উত্তরা-৩য় পর্ব আবাসিক প্রকল্প এবং পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ১৯৬টি প্লট বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে তৃতীয় পর্ব আবাসিক প্রকল্প এলাকায় ৫ কাঠা আয়তনের ৮১টি এবং পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ১০ কাঠা আয়তনের ৭৪টি, সাড়ে ৭ কাঠা আয়তনের ৪০টি এবং ৫ কাঠা আয়তনের একটি প্লট রয়েছে। রাজউকে এসে এসব ভিআইপি বরাদ্দপ্রাপ্তরা প্রথমেই এখনই দখল উপযোগী প্লট পেতে চাইছেন। এরপর দখল নেয়া এবং রেজিস্ট্রি করে নিতে চাইছেন। রাজউক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দেড় শতাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা তাদের প্লট লিজ দলিল করিয়ে নিয়েছেন। দখলের উপযোগী হয়নি এমন সেক্টরের প্লট বদলিয়ে দখল উপযোগী সেক্টরে প্লট বরাদ্দ নিয়েছেন অনেক মন্ত্রী-এমপি। লিজ দলিল করার েেত্র এগিয়ে রয়েছেন তথ্য গোপন করে রাজধানী উন্নয়ন কর্তৃপরে (রাজউক) কাছ থেকে বেআইনিভাবে বরাদ্দ নেয়া সংসদ সদস্যরা। এখন রাজউক প্লট বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। রাজউকে সরজমিন গিয়ে দেখা যায়, সংরতি কোটায় পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছেন- এমন ব্যক্তিদের ভিড় লেগে আছে রাজউকে। ১৮, ২০ বা ২১নং সেক্টরে প্লট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরাও দখল বুঝে নিয়ে লিজ ডিড করে নিতে চাইছেন। এটা সামলাতে মহাফাঁপরে পড়েছে রাজউক। ওদিকে উত্তরা তৃতীয় পর্যায় প্রকল্পে ৮৩ জন সংসদ সদস্য প্লট পেয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের নিজের অথবা স্ত্রীর নামে ঢাকা শহরে জমি, বাড়ি কিংবা ফ্যাট আছে। এ সংসদ সদস্যদের ১৪ জন আওয়ামী লীগের, দু’জন জাতীয় পার্টির, একজন বিএনপির ও একজন জাসদের। তারা তথ্য গোপন করে প্লট বরাদ্দ নিলেও ওই বিষয়টি এখন ধামচাপা পড়ে গেছে। ফলে লিজ দলিল সম্পন্ন করতে তাদের কোন ধরনের বেগ পেতে হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিজ দলিল করার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন মহিলা আসনের এমপিরা। অনেকে নিজের প্লটটি বিক্রি করে দিয়ে প্লট হস্তান্তর প্রক্রিয়া শেষ করেছেন। অনেক এমপি লিজ দলিল করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠানটিতে জমা দিয়েছেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের প্লটের লিজ দলিলের ধুম লাগার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজউকের কোন শীর্ষ কর্মকর্তা কথা বলতে বা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তারা বলেন, তাদের কথা অনুযায়ী এখন কাজ করে দেয়া ছাড়া উপায় নেই।