শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > মশার বিরুদ্ধে মেসির লড়াই

মশার বিরুদ্ধে মেসির লড়াই

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
কাতারভিত্তিক অ্যাস্পায়ার একাডেমির আয়োজনে মশার বিরুদ্ধে লড়তে এখন পশ্চিম আফ্রিকা সফরে লিওনেল মেসি। এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সেনেগালের স্যালিতে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তার ছবি সংবলিত ৪০ হাজার মশারি বিতরণ করলেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সেনেগাল পর্যটন মন্ত্রী ইউসু এন্দুর ও অ্যাস্পায়ার একাডেমির সুপারভাইজার শেইখ আহমদ বিন আল তানিকে নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে হাজির হলেন চারবারের ব্যালন ডি’অর জয়ী।

আফ্রিকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ব্যাপক। মহাদেশটির বিভিন্ন দেশে এই ভয়াবহ রোগের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিত দিলেন মেসি,‘ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে আমার ফাউন্ডেশনকে সমর্থন দিতে প্রথমেই সেনেগালে এসেছি আমি।’ জানা গেছে সেনেগালে দশ লাখ মশারি বিতরণ করবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ধীরে ধীরে কেনিয়া, উগান্ডা, আইভরিকোস্ট ও গিনিতেও বিতরণ করা হবে তারকার ছবিসহ মশারি।