শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > মহাসড়কে ট্রাক লরি চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান

মহাসড়কে ট্রাক লরি চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ট্রাক লরি ও কাভার্ড ভ্যান চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারে আহ্বান জানিয়েছে মেট্রোপলিচন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি (এমসিসিআই)। গতকাল সংগঠনের সভাপতি রোকেয়া আফজাল স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, আসন্ন ঈদের আগে চার দিন ও পরে তিনদিন মোট সাতদিন মহাসড়কে ট্রাক লরি ও কাভার্ড ভ্যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত দেশের রপ্তানিকারকগণ বিশেষ করে তৈরী পোশাক, চামড়া ও চামড়াজাত দ্রব্যসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্যের রপ্তানিকারকদের শিপম্যান্টে বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা বহু শিল্প কারখানার পণ্য এই সময়ের মধ্যে রপ্তানি করার তারিখ রয়েছে। রপ্তানি ঋণপত্র (এলসি) অনুসারে এইসব পণ্য উল্লিখিত সময়ের মধ্যে পাঠাতে না পারলে অনেক কনসাইনমেন্ট ও শিপম্যান্ট তারিখ পার হয়ে যাবে। এতে রপ্তানিকারকদের বেশি ভাড়া দিয়ে মাল বিমানে পাঠাতে হবে। অন্যথায় অনেক বিদেশী ক্রেতা তাদের আমদানি চুক্তি বাতিল করতে পারে। এতে প্রতিষ্ঠানগুলোর অনেক তি হয়ে যাবে। এছাড়া ঈদের আগে সম্ভাব্য স্টকলটের কারণে অনেক রপ্তানিকারক তাদের কর্মচারী ও শ্রমিকদের পওনাদি পরিশোধ কতে পারবেন না। তাই এসব কারণ বিবেচনা করে সরকারের প্রতি এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানয় সংগঠনটি। উল্লেখ্য, ঈদে বাড়ি ফেরা লোকের দুর্ভোগ কমাতে ও জানজট এড়াতে ঈদের আগে চারদিন ও পরে তিনি দিন কোন ধরনের ট্রাক লরি ও কাভার্ড ভ্যান না চালাতে নির্দেশ দেয় সরকার। এগুলোর মাধ্যমে বিভিন্ন বন্দর থেকে পণ্য আনা নেয়া করতো ব্যবসায়ীরা।