বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > শিক্ষাঙ্গন > মাউশির নিয়োগ স্থগিত, তদন্তে কমিটি

মাউশির নিয়োগ স্থগিত, তদন্তে কমিটি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়োগ বাণিজ্য তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।

মাউশির অধীনে প্রায় দুই হাজার পদে নিয়োগ নিয়ে বাণিজ্য হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর বৃহস্পতিবার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির আহ্বায়ক হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী এবং অপর সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এএস মাহমুদ ও উপ-সচিব সহিদুল ইসলাম।

উল্লেখ্য, দেশের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১ হাজার ৯৬৫ জন কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি দেয় মাউশি। এসব পদে নিয়োগ পেতে প্রায় ১ লাখ ৭৬ হাজার আবেদন জমা পড়ে। গত ১৪ ও ২১ জুন এসব পদে লিখিত পরীক্ষা নেয়া হলেও ফল প্রকাশ করা হয়নি।