শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > সারাদেশ > মাগুরায় করোনা ঝুঁকি এড়াতে পৌরসভায় সাবান পানির ব্যবস্থা

মাগুরায় করোনা ঝুঁকি এড়াতে পৌরসভায় সাবান পানির ব্যবস্থা

শেয়ার করুন

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরা: মাগুরায় করোনা ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির স্বার্থে পৌরসভার পক্ষ থেকে শহরের ৫৬টি পয়েন্টে সাবান পানির ব্যবস্থা করা হয়েছে। এতে করে ভ্রাম্যমান মানুষেরা হাত পরিস্কারের মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার সুযোগ পাবে।

রোববার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু এবং মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল শহরের সোনালী ব্যাংকের সামনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

মাগুরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকেও অনুরুপ ব্যবস্থা নেয়া হয়েছে। তারা সদর হাসপাতালের সামনে বেসিন বসিয়ে হাত পরিস্কার ব্যবস্থা করেছে।

মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তার ভিতর দিয়েই শহরের জনবহুল বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়াও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং সকল প্রকার সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথি আপ্যায়ন, ও গণজমায়েত থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে শহরে প্রতিদিনই শহরে মাইকিং অব্যাহত রয়েছে।