শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > মারা গেছেন ইথিক্যাল হ্যাকার বারনাবি!

মারা গেছেন ইথিক্যাল হ্যাকার বারনাবি!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মাত্র ৩৫ বছর বয়সে চলে গেলেন নিউজিল্যান্ডের আলোচিত হ্যাকার বারনাবি জ্যাক। গত বৃহস্পতিবার ২৫ জুলাই সান ফ্রান্সিস্কোর চিকিৎসক তার মৃত্যুর কথা ঘোষণা করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য তিনি দেননি।
সম্প্রতি জ্যাক ইনসুলিন পা¤েপ থাকা নিরাপত্তা ত্র“টি খুঁজে পান এবং জানান কোন হ্যাকার ইচ্ছা করলে মাত্র ৩০০ ফিট দূর থেকে অতিরিক্ত ওষুধ প্রদান করতে পারবে। তার এ তথ্য নির্মাতাদের তাদের পণ্যের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে সহায়তা করে। তথ্য নিরাপত্তা খাতে জনপ্রিয় এবং সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন জ্যাক। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ব্ল্যাক হ্যাট সম্মেলনে মানবদেহে ইমপ্ল্যান্টকৃত যন্ত্রপাতির নিরাপত্তা দুর্বলতা সম্পর্কে এবং তা থেকে রা পাওয়ার উপায় সম্পর্কিত গবেষণা তথ্য উপস্থাপন করার কথা ছিল বারনাবি জ্যাকের। ব্ল্যাক হ্যাট ১ আগস্ট তার আলোচনার সময়টুকু স্মৃতি চারণ এবং শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারণ করেছে। মৃত্যুর সময় জ্যাক আইওঅ্যাকটিভ নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের এম্বেডেড নিরাপত্তা গবেষণা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এক টুইটার বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ‘আমরা তাকে হারিয়েছি সত্যি কিন্তু তারপরও আমরা আমাদের এই প্রিয় পাইরেটকে কোনো দিন ভুলব না, বারনাবি জ্যাক মারা গেছেন। তিনি একজন দ হ্যাকার এবং প্রিয় বন্ধু ছিলেন। আপনার স্মরণে বার্নস।’