শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > মালয়েশিয়ায় আটক বাংলাদেশীর সংখ্যা ৩৫৬

মালয়েশিয়ায় আটক বাংলাদেশীর সংখ্যা ৩৫৬

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মালয়েশিয়ায় বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৩৫৬ বাংলাদেশীকে আটক করা হয়েছে। স্থানীয় পত্র-পত্রিকা ও মালয়েশিয়া ন্যাশনাল নিউজ এজেন্সি (বারনামা) সূত্রে এ তথ্য জানা গেছে। যদিও গত সপ্তাহ পর্যন্ত আটক অবৈধ বাংলাদেশীর সংখ্যা ছিল ২৭৫ জন। মালয়েশিয়ান চাইনিজদের সর্ববৃহৎ উৎসব ‘চাইনিজ
নিউইয়ার’ উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় বিভিন্ন শপিংমল ও লিটল বাংলাদেশ নামে পরিচিত কুয়ালালামপুরের কোতারাইয়াতে ব্যাপক অভিবাসীর সমাগম হয়। বিশেষ বাহিনী এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আটক করে। ইতিপূর্বে মালয়েশিয়া চাইনিজ অ্যাসোসিয়েশন (এমসিএ) তাদের উৎসব উপলক্ষে সরকারকে ধরপাকড় না করতে আবেদনও করেছিল। ২১ জানুয়ারি থেকে অভিযানের পূর্বঘোষণা দেয়ায় বিশেষ বাহিনী তেমন সুফল পাচ্ছিল না। ফলে বিশেষ বাহিনীকে স্থানীয় গণমাধ্যমের
রোষানলে পড়তে হয়। বারনামা সূত্রে আরও জানা যায়, রোববার পর্যন্ত ৩ জন স্থানীয় মালিকসহ (অবৈধদের কাজ দেয়ার অপরাধে) বিভিন্ন দেশের প্রায় ৩০ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশীর সংখ্যা ৩৫৬ জন।
আটক অভিবাসীদের বিরুদ্ধে বৈধ ভিসা না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং জাল ভিসা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে বাংলাদেশ দূতাবাস লেবার উইং মন্টু কুমার বিশ্বাস বলেন, আমরা প্রতিদিন দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ছাড়পত্র ইস্যু করছি কিন্তু নতুন না পুরনো তা বলা যাচ্ছে না।