শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > মালয়েশিয়ায় বেসরকারিভাবে আপাতত জনবল যাবে না

মালয়েশিয়ায় বেসরকারিভাবে আপাতত জনবল যাবে না

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মালয়েশিয়ায় আপাতত বেসরকারি খাতে জনবল পাঠানো হবে না। জনবল পাঠানো হবে সরকারিভাবে। এ ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনকে (বায়রা) এ কাজে সংযুক্ত করা যেতে পারে। সোমবার সকালে মন্ত্রণালয়ে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব জানান।
তিনি বলেন, এত দিন দুই দেশের সরকারের মধ্যে চুক্তির ভিত্তিতে জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় লোক পাঠানো হয়েছে। আর এখন জিটুজি প্লাস পদ্ধতিতে জনবল পাঠাবে। মন্ত্রী বলেন, মাস খানেকের মধ্যে প্রক্রিয়া শুরু হতে পারে। জিটুজি ৬০ হাজার টাকা মতো হতে পারে। এখন শ্রমিক, চিকিৎসক, শিক্ষকসহ সব পর্যায়ের জনবল নেবে মালয়েশিয়া।