শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > রাজনীতি > মির্জা ফখরুলকে তারেকের গ্রিন সিগন্যাল!

মির্জা ফখরুলকে তারেকের গ্রিন সিগন্যাল!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ব্যক্তিগত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ মহাসচিব পদে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টার দিকে তারেক রহমানের সঙ্গে তার বাসায় ১৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেন মির্জা ফখরুল।

এ সময় মির্জা ফখরুলের বক্তব্যে তারেক রহমানের কাছে তার বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগের ব্যাখা দেন। কমিটি নিয়ে স্বজন-প্রীতির অভিযোগও কীভাবে অপব্যাখ্যা দেয়া হচ্ছে তা অবহিত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন লন্ডন বিএনপির এক নেতা আরটিএনএন- কে এমন তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘তারেক রহমান বিভিন্ন জেলা, মহানগর ও থানা পর্যায়ের কমিটি দিতে মির্জা ফখরুলকে পরামর্শ দেন। কমিটি নিয়ে যেন কোনো অনিয়ম না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে তাকে অনুরোধ করেন।’

সূত্র জানায়, মির্জা ফখরুলের সঙ্গে একান্ত বৈঠকের আগে পূর্বে লন্ডন সফরত বিএনপির তিন শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার বৈঠক করেন তারেক রহমান। এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকার এক যুবদল নেতা।

বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী বাছাইয়ে বিএনপি একটি সংস্থার মাধ্যমে যে গোপন জরিপ পরিচালনা করে, তারই ভিত্তিতে ৪৮৭ জনের একটি তালিকা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন ফখরুল।

বৈঠকের শুরুতে মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কুশুল বিনিময় করেন এবং তার ও পরিবারের অন্য সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া তারেক রহমানের সঙ্গে আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন, অঙ্গ ও  সহযোগী সংগঠনগুলোর মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে আলোচনা করেন মির্জা ফখরুল।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের আমন্ত্রণে ‘ডেমোক্রেসি, গুড গভার্নেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিতে সোমবার ভোর সাড়ে ৫টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে ঢাকা ত্যাগ করনে মির্জা ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

ওইদিন সন্ধ্যা ৭টার দিকে লন্ডনে পৌঁছান তারা। আগামী ১৮ জুলাই মির্জা ফখরুলদের দেশে ফেরার কথা রয়েছে।