শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > প্রবাস > মিশরে পার্লামেন্ট ভেঙে দিলেন মনসুর

মিশরে পার্লামেন্ট ভেঙে দিলেন মনসুর

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মিশরের নবনিযুক্ত অন্তর্র্বতী সরকারের প্রধান আদলি মনসুর শুক্রবার এক ডিক্রির মাধ্যমে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
মিশরের সরকারি টেলিভিশনে খবরটি প্রচারিত হয়।

বুধবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যূত ও গৃহবন্দী হওয়ার পর প্রধান বিচারপতি মনসুর তার স্থলাভিষিক্ত হন।

গত এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মুরসি পার্লামেন্টের নিম্ন কক্ষ ভেঙ্গে দেওয়ার পর মিশরে এতদিন ধরে কেবল উচ্চ কক্ষ ‘সুরা কাউন্সিল’ কার্যকর ছিল।

সরকারি টেলিভিশন আরো জানায়, বৃহস্পতিবার শপথ গ্রহণ করার পর আদলি মনসুর গোয়েন্দা প্রধানের দায়িত্বে মোহাম্মদ আহমেদ ফরিদকে নিয়োগ দেন।