শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > মিশরে সেনাপ্রধানের আহ্বান উপো করে সমাবেশ এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত স্থগিত

মিশরে সেনাপ্রধানের আহ্বান উপো করে সমাবেশ এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত স্থগিত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিশরের সেনাপ্রধানের সমাবেশ আহ্বান উপো করে পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা সেখান সমাবেশ অব্যাহত রেখেছে। এদিকে মিশরে বর্তমান অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ে চারটি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ স্থগিত করার কথা জানিয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার মুরসি সমর্থক নসর সিটিতে সমবেত হয়ে বিােভের মাধ্যমে মুরসিকে প্রেসিডেন্ট হিসেবে মতা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। আল আজহার মসজিদেও অনেকে সমবেত হয়েছিলেন। বিােভকারীরা সেখানে মসজিদের ইমাম আহমেদ আল তায়েবকে সরে যাওয়ার দাবি করেন। কারণ তিনি অন্তর্র্বতী প্রেসিডেন্ট আদলি মনসুরের রোডম্যাপ মেনে নিয়েছেন। এ পরিস্থিতিতে বিােভ সমাবেশ আরো তীব্র হবে বলে মনে করা হচ্ছে। শুক্রবারের সমাবেশকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতারও আশঙ্কা করা হচ্চে। এমতাবন্থায় সামরিক বাহিনীর প থেকে সতর্কতা জারি করা হয়েছে। সামরিক বাহিনীর পে সতর্কতা জারি করার পর বৃহস্পতিবার ভোরে কায়রোর উপর দিয়ে সামরিক হেলিকপ্টার মহড়া দিয়েছে। জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি বুধবার মিশরবাসীকে সন্ত্রাস বাদের বিরুদ্ধে সমাবেশের আহ্বান জানানোর পর এ সতর্কতা জারি করা হয়েছিল। মিশরের সামরিক অভ্যুত্থানের নেতা ও সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল-সিসি বলেছেন দেশে ‘সন্ত্রাসবাদ’ এবং ‘সহিংসতা’র বিরুদ্ধে বিােভ দেখানোর জন্যই জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার সামরিক বাহিনীর এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সিসি জনগণের উদ্দেশে বলেন, সন্ত্রাস ও সহিংসতা দমনে সেনাবাহিনী ও পুলিশকে মতা দেয়া এবং এ ব্যাপারে সদিচ্ছার প্রমাণ দিতে আগামী শুক্রবার রাজপথে নামার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। এ আহ্বানের মধ্য দিয়ে দেশে কোন অস্থিরতার উস্কানি দিচ্ছেন না দাবি করে সিসি বলেন, তিনি বরং জাতীয় সমপ্রীতিই চাইছেন। মুরসির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এমন অভিযোগ অস্বীকার করে সিসি দেশের রাজনৈতিক পথপরিক্রমায় অটল থাকার অঙ্গীকার করেছেন।  মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘দ্য ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি’র ডেপুটি চেয়ারম্যান এশাম এল-এরিন (এফজেপি) বলেছেন, সিসির হুমকিতে বিােভ আন্দোলন থেমে যাবে না। জেনারেল সিসি কে অভ্যুত্থানের নেতা আখ্যা দিয়ে তিনি বলেন. সিসি নারী-শিশুসহ নিরীহ মানুষ হত্যা করছেন। সেনাপ্রধানের সমাবেশ আহবানের পর মিশর জুড়ে সতর্ককতা জারি করা হয়েছে। এ সতর্ককতার অংশ হিসেবে কায়রোসহ আশপাশের এলাকার রাস্তায় অতিরিক্ত সামরিক যান টহল দিচ্ছে। যে কোন ধরণের সহিংসতা প্রতিহতসকরতে সামরিক বাহিনী ব্যবস্থা নেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মিশরের উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এফ-১৬ যুদ্ধ বিমান সরবরাহ স্থগিত করেছে। পেন্টাগন মুখপাত্র জর্জ লিটল বলেছেন মিশরের বর্তমান পরিস্থির কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেয়া হেয়ছে। প্রেসিডেন্ট মুরসিকে অপসারণের বিষয়টিকে অভ্যুত্থান হিসেবে দেখা যায় কিনা যুক্তরাষ্ট্র এখন সেটা বিবেচনা করে দেখছে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে একে অভ্যুত্থান হিসেবে বিবেচনা করলে মিশরের সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধ করে দেয়া হবে। মিশরকে ২০টি যুদ্ধ বিমান দেয়ার অংশ হিসেবেই এ চারটি এফ-১৬ বিমান সরবরাহের কথা ছিল। এর আওতায় ইতিমধ্যেই আটটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান মিশরকে দেয়া হয়েছে। গত ১১ জুলাইও মার্কিন কর্মকর্তা বলেছিলেন মিশরের বর্তমান পরিস্থিতি সত্ত্বেও সেখানে যুদ্ধ বিমান পাঠানো হবে। তবে বুধবার পেন্টাগনের প থেকে সেটি স্থগিত করার কথা নিশ্চিত করা হয়।