শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > মুক্ত নেজামীর মুক্তি চাইলেন খালেদা

মুক্ত নেজামীর মুক্তি চাইলেন খালেদা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামীকে সোমবার সকালে আটকের এক ঘণ্টা পর ছেড়ে দেয়া হয়। কিন্তু রাতে সেই মুক্ত নেতার মুক্তি চাইলেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত ৮টা ২৭ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ দলীয় জোট নেতা খালেদা জিয়া ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিঃশর্ত মুক্তি চান।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেজামীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হয়ে বর্তমান অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে নিষ্কণ্টক করা এবং বিরোধী মত ও চিন্তাকে স্তব্ধ করার জন্য ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, গুম নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে মাসের পর মাস বন্দী করে রাখছে। সরকারের এই অমানবিক জুলুম থেকে জাতীয় নেতারাও রেহাই পাচ্ছেন না। আর এরই ধারাবহিকতায় আসন্ন উপজেলা নির্বাচনের প্রাক্কালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘মাওলানা আব্দুল লতিফ নেজামীর ন্যায় জাতীয় নেতাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরো বেশি সঙ্কটের দিকে ঠেলে দিল। সরকার ইচ্ছাকৃতভাবেই এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে, কারণ জোর করে ক্ষমতা ধরে রাখতে দুঃশাসন কায়েম অত্যন্ত জরুরি। তাই তারা দেশময় বিভীষিকা ও ভয়াবহ দুঃশাসন চালিয়ে মরণঘাতী খেলায় নেমেছে। বিরোধী সমালোচকদের মুখ বন্ধ করার জন্য নানামুখি অত্যাচার, উৎপীড়ন, হত্যা, শারীরিক ক্ষতি, বিনা কারণে আটক, রিমান্ডের নামে পাশবিক নির্যাতন চালিয়ে সারাদেশে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে ধরা এই অবৈধ সরকার শুধু বিরোধী দলের নেতাকর্মীদের হতাহত করে রক্তের হোলিই খেলছে না উপরন্তু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অব্যাহত কুৎসা, অশ্লীল ও অরুচিকর বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পঙ্কিলতার আবর্তের মধ্যে ঠেলে দিয়েছে। নিজেদের অপশাসন টিকিয়ে রাখতেই এরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার, গুম ও অপহরণের মতো এক সর্বনাশা খেলায় মেতে উঠেছে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘নিজেদের সংযত করুন, জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিন। অন্যথায় জনগণের ক্রোধ থেকে রেহাই পাবেন না।’

তবে এ প্রেস বিজ্ঞপ্তি দেয়ার পরপরই গ্রেপ্তার প্রসঙ্গে আবদুল লতিফ নেজামী বাংলামেইলকে বলেন, ‘ওয়ারী থানার এক এসআই সকাল সাড়ে ৯টার দিকে আমার বাসায় এসে বলেন- আপনার সঙ্গে কিছু কথা আছে আমার সঙ্গে থানায় যেতে হবে। তখন আমি তার সঙ্গে থানায় যাই। পরে সকাল সাড়ে ১০টার দিকে আমাকে ছেড়ে দেয়া হয়।’

এদিকে মুক্তি চেয়ে বিজ্ঞপ্তি পাঠানোর প্রসঙ্গে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলামেইলকে বলেন, ‘নেজামীকে সকাল বেলায় গ্রেপ্তার করা হয়েছিল, এ ঘটনা সত্য। এর পরিপ্রেক্ষিতেই বিবৃতি দেয়া হয়। ওই বিবৃতি পাঠানোর পর আমরা জানতে পারি তাকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু সেই তথ্য আমাদের কাছে ছিল না।’

অবশ্য রাত ১০টা ৪৮ মিনিটে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। বাংলামেইল২৪ডটকম