শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > মুখ্যমন্ত্রী মমতাকে খুন করলে এক কোটি রূপি পুরস্কার!

মুখ্যমন্ত্রী মমতাকে খুন করলে এক কোটি রূপি পুরস্কার!

শেয়ার করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে এক কোটি রূপি পুরস্কার দেওয়া হবে। রবিবার এ ধরনের একটি চিঠি হাতে পেয়েছেন তৃণমূল কংগ্রেস দলীয় সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগের এই সাংসদ শ্রীরামপুর পুলিশ স্টেশনে চিঠিটি জমা

দিয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, রবিবার চিঠিটি হাতে পান অপরূপা পোদ্দার। ওই চিঠিতে রাজবীর কিল্লা নামের এক ব্যক্তির সই করা রয়েছে। সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করতে পারলে এক কোটি রূপি পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে। এ ছাড়া চিঠিটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবিও রয়েছে, যেখানে তাঁকে ‘ডাইনি’ বলা হয়েছে।

ওই চিঠিতে একটি মোবাইল ফোন নম্বরের উল্লেখ রয়েছে। এদিকে রাজবীর কিল্লা নামে এক ব্যক্তি তাকে ফাঁসানোর জন্য এই চিঠিতে তার নাম মিথ্যে করে দেওয়া হয়েছে বলে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আপত্তিজনক

মন্তব্যের সম্মুখিন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের গোড়ার দিকেই বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ তাঁকে রাক্ষস রাজা হিরণ্যকশিপর বংশধর বলে উল্লেখ করেন। সৃত্র= কালের কন্ঠ

টনসিল ব্যথায় আমরা ছুটি ডাক্তারের কাছে। কিন্তু ঘরে বসেই টনসিল ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।টনসিল ব্যথা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া ৫ প্রতিকার সম্পর্কে নিচে দেয়া হলো-লবণ পানি:-কুসুম কুসুম গরম পানিতে আলতো লবণ নিয়ে গড়গড়া করলে টনসিল ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া সম্ভব। এটি টনিকের মতো কাজ করে। উষ্ণ লবণ পানি দিয়ে গড়গড়া করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রামণও দূর হয়ে থাকে।গরম পানি ও লেবুর রস:-এক গ্লাস সামান্য গরম পানিতে ১ চামচ লেবুর রস, ১ চামচ মধু, আধা চামচ লবণ ভালো করে মিশিয়ে নিন। এটি টনসিল ব্যথা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী উপাদান।চা পাতা ও মধু:এক কাপ গরম পানিতে আধা চামচ সবুজ চা পাতা আর এক চামচ মধু দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। এ চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা সব রকম ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে।হলুদ ও ছাগলের দুধ:-ছাগলের দুধ টনসিলের ব্যথা দূর করতে বেশ কার্যকরী। ছাগলের দুধে অ্যান্টিবায়োটিক উপাদান আছে। তবে ছাগলের দুধ না পেলে গরুর দুধে এক চামচ হলুদ মিশিয়ে সামান্য গরম করে খেলে উপকার পাওয়া যায়।চায়ে আদা কুচি:-দেড় থেকে দুই কাপ পানিতে এক চামচ আদা কুচি আর চা পাতা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত ৪ থেকে ৫ বার এভাবে চা খেলে উপকার পাবেন। আদার অ্যান্টি ব্যকটেরিয়াল আর অ্যান্টি ইনফালামেন্টরি উপাদান সংক্রামণ ছড়াতে বাধা দেয়। ফলে টনসিলের ব্যথা কমে যায়।