বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > মুজাহিদের মামলার রায় পড়া শুরু

মুজাহিদের মামলার রায় পড়া শুরু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল সকাল ১১টায় ২০৯ পৃষ্ঠার রায় ঘোষণা শুরু করেন। সেখানে রাষ্ট্র ও আসামী পরে আইনজীবি, বিশিষ্টজন এবং সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। এর আগে সকাল পৌনে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় মুজাহিদকে। প্রথমে এনে তাকে রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। সকাল পৌনে ১১ টার দিকে নেয়া হয় কাঠগড়ায়। সকালে কর্তৃপ তাকে একটি অ্যাম্বুলেন্সযোগে ট্রাইব্যুনালে নিয়ে আসে। এ সময় তিনি সবার উদ্দেশ্যে হাত নাড়েন। তার পরনে রয়েছে সাদা পাঞ্জাবি-পায়জামা। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। সকাল ৭টা ১০ মিনিট থেকে বিজিবির ১০টি গাড়ির বহর পিলখানা থেকে বের হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর ও ট্রাইব্যুনাল এলাকায় টহল দিতে শুরু করে তারা। বিজিবির পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক র‌্যাব ও পুলিশও মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।