বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > মুজিববর্ষে স্বর্ণপদক পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী

মুজিববর্ষে স্বর্ণপদক পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে সেরা ফলাফল অর্জনকারী ৩০ শিক্ষার্থী প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) দেয়া হবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মনোনীত শিক্ষার্থীদের মধ্যে স্নাতক (সম্মান) কোর্সে রয়েছেন ২৬ জন। আর স্নাতক (পাস) কোর্সে ৪ জন। স্বর্ণপদকপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে ২৫ জনই ছাত্রী।

এছাড়া মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থদ্বয় থেকে যা শিক্ষণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী চারজনকে নগদ অর্থ ও সনদ দেয়া হবে।