বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারে ভ্যাট প্রত্যাহারের দাবি

মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারে ভ্যাট প্রত্যাহারের দাবি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে টেলিকম অপারেটরদের সংগঠন-অ্যামটব।

একই সঙ্গে সিম কার্ডের ওপর কর প্রত্যাহার এবং করপোরেট কর ৪৫ শতাংশ থেকে নামিয়ে ৩৫ শতাংশে নির্ধারণের দাবিও জানায় সংগঠনটি। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবি আর ভবনে প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানানো হয়।

এর আগে মঙ্গলবার সকালে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় টানওভারের ওপর দশমিক ছয় শতাংশ আয়কর প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এসময় নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর ভ্যাট পরিশোধে ব্যবসায়ীরা হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান এনবি আরের চেয়ারম্যান নজিবুর রহমান। -তথ্যসূত্র : সময় টিভি