বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > মুদ্রণ শুরু ভোটার তালিকা

মুদ্রণ শুরু ভোটার তালিকা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে মঙ্গলবার থেকে সেনাবাহিনীর প্রিন্টিং প্রেসে ভোটার তালিকা মুদ্রণ কাজ শুরু হচ্ছে।

২০ অক্টোবরের মধ্যে প্রিন্টেড ভোটার তালিকা নির্বাচন কমিশনকে সরবরাহ করবে সেনাবাহিনী। একই সঙ্গে ভোটকেন্দ্র পুনঃনির্ধারনের কাজও শুরু করেছে ইসি।

জানা গেছে, আজকালের মধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হবে।

পাশাপাশি সদ্য সমাপ্ত ভোটার তালিকা হালনাগাদের আওতায় নতুন ৭০ লাখ জাতীয় পরিচয়পত্র ও আগের অবিতরণকৃত প্রায় ২৫ লাখ জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু করতে যাচ্ছে ইসি।

সোমবার ইসি কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায়, প্রথমে ঢাকায়, এরপর ক্রমান্বয়ে জেলাভিত্তিক পরিচয়পত্র বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া সোমবারের বৈঠকে ভোটগ্রহণের আগে দেশের সব ভোটারকে এসএমএসের মাধ্যমে ভোটকেন্দ্র জানিয়ে দেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।