বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > মেঘনায় ট্রলার ডুবিতে ৩ জেলের মৃত্যু

মেঘনায় ট্রলার ডুবিতে ৩ জেলের মৃত্যু

শেয়ার করুন

নোয়াখালী প্রতিনিধি ॥
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মৃতদেহ উদ্ধার করাছে স্থানীয়রা। এ ঘটনায় ৭ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর এলাকার সূর্যমূখি ঘাটে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এতে ১০ জেলে নিখোঁজ হয়। পরে অন্য ট্রলারের মাঝিরা ৭ জনকে জীবিত উদ্ধার করে। সকালে অন্য তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলেন- উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহেনিয়া এলাকার আনাজল হকের ছেলে জামাল ছেরাং (৪৫), একই এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন (২৫) ও শূন্যেরচর এলাকার রাশেদের ছেলে রাকিব হোসেন (১৭)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা ট্রলার ডুবে তিন জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে শফিউল আলম ডিলারের ট্রলার নিয়ে শূন্যেরচর এলাকার সূর্যমূখি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান ১০ জেলে। এ সময় বৃষ্টি ও জোয়ারের কবলে পড়ে ট্রলারটি মেঘনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১০ জেলে নিখোঁজ হন। পরে পাশে থাকা অন্য জেলেরা গিয়ে সাত জনকে জীবিত উদ্ধার করলেও তিন জেলে নিখোঁজ থাকে। সকালে নিখোঁজ তিন জেলের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে স্থানীয়রা।