শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > মেহেরপুরে পরিবহন ধর্মঘট চলছে

মেহেরপুরে পরিবহন ধর্মঘট চলছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনী কাজে জেলার বাইরে পুলিশ পাঠানোর জন্য বাস রিকুইজিশন করার প্রতিবাদে মেহেরপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে বাস ও মিনিবাস মালিক সমিতি। আজ বুধবার সকাল ৮টার দিকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিক সমিতির নেতারা। মালিক সমিতি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাইরে পুলিশ পাঠানোর জন্য কয়েকটি বাস রিকুইজিশন করে জেলা পুলিশ। এ সময় বাসের চালক, হেলপারদের খাবার ও ভাতা না দেওয়ায় এবার নির্বাচনে বাস না দেওয়ার কথা পুলিশকে জানানো হয় মালিক সমিতির পক্ষ থেকে। এ ঘটনায় পুলিশ ক্ষিপ্ত হয়ে আজ বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর পুলিশ লাইনের সামনে যাত্রীবাহী তিনটি বাস রিকুইজশন করে। এর প্রতিবাদের মালিক সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, “রিকুইজশন বাসের শ্রমিকদের ভাতা ও খাবার না দিয়ে আবারো রিকুইজিশন করায় মালিক সমিতির সদস্যদের সিদ্ধান্তে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, “গত নির্বাচনের সমস্যা মিটে গেছে। এবার তাদের রিকুইজিশন করা বাসের শ্রমিকদের ভাতা ও খাবার দেওয়া কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী সকালে তিনটি বাস রিকুইজিশন করা হয়। পরে খবর পেয়ে এর প্রতিবাদের মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডেকেছে। আমরা পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচলের ব্যবস্থা করবো।” এদিকে, হঠাৎ করে জেলাজুড়ে পরিবহন ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে মহসড়কেই বিভিণ্ন শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানে গন্তব্যে যেতে হচ্ছে।