শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > মোবাইল অ্যাপস তৈরিতে সাড়ে ৯ কোটি টাকার কর্মসূচি

মোবাইল অ্যাপস তৈরিতে সাড়ে ৯ কোটি টাকার কর্মসূচি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাল্টি প্লাটফর্মের বিভিন্ন প্রোগ্রাম বা এ্যাপস তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ৯ কোটি ৪৯ লাখে ৬৭ হাজার টাকার একটি কর্মসূচি হাতে নিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ষষ্ঠ দিনে রংপুর-১ আসনের সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে সংসদকে এ কথা জানান তথ্য ও যোগাযোগ মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ।

মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, অনুমোদনের জন্য কর্মসূচিটি প্রস্তাব আকারে অর্থবিভাগে পাঠানো হয়েছে। কর্মসূচিটি অনুমোদিত হলে চলতি অর্থবছরে সেবা প্রদানের সহায়ক বিভিন্ন সেক্টর সংশ্লিষ্ট ১০০টি মোবাইল অ্যাপস তৈরি করাসহ এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি জানান, এরইমধ্যে অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে চলতি বছরের ২৪ জুন অ্যাপস ডেভেলপমেন্ট মার্কেট অ্যানালাইসিস শীর্ষক কর্মশালা এবং ২৯ জুন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট আইডিয়াস সম্পর্কে দুটি কর্মশালা হয়।