শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ , ১৩ই বৈশাখ, ১৪৩১ , ১৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন পালিত

ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন পালিত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গতকাল ছিল দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন। একই সঙ্গে গতকাল জাতিসংঘ ঘোষিত ‘নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে’ও পালন করা হয়। রাজধানী প্রিটোরিয়ার হাসপাতালেই জন্মদিন পালন করেন জীবন্ত কিংবদন্তি ম্যান্ডেলা। এখনও তিনি সঙ্কটাপন্ন সময় পার করছেন। এদিকে বহুল প্রতীক্ষিত এ দিনটি ঘিরে সারা বিশ্বে অসংখ্য সেবামূলক উদ্যোগ নেয়া হয়েছিল। বিশ্বজুড়ে ম্যান্ডেলার সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। বারবার ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়া ম্যান্ডেলা গত ৮ই জুন প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। এখন তার অবস্থা সঙ্কটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে জনমানুষের অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা রাখা এ বীরকে। নোবেল জয়ী ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকার স্কুলগুলোতে লাখ লাখ শিক্ষার্থী ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গানটি দিয়ে দিনের কার্যক্রম শুরু করে। সারা বিশ্বের সেলিব্রেটিরা ম্যান্ডেলার কর্মমুখর ৬৭ বছরকে সম্মান জানাতে তাদের ৬৭ মিনিট উৎসর্গ করেন মানুষের সেবায়। কর্মময় ওই ৬৭ বছর তিনি একাধারে আইনজীবী, সমাজকর্মী ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় বন্দিও থাকতে হয়েছে তাকে। এদিকে ম্যান্ডেলার মেয়ে জিন্দজি ম্যান্ডেলা বুধবার জানিয়েছেন, ম্যান্ডেলার শারীরিক অবস্থার ‘নাটকীয় উন্নতি’ হচ্ছে। তিনি বলেন, আমার মনে হয় তিনি দ্রুতই হয়তো বাড়ি ফিরতে পারবেন। বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবীরা ম্যান্ডেলাকে অসংখ্য জনসেবামূলক প্রকল্প ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে সম্মান জানান।