শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় হামাস প্রধান ইসমাঈল হানিয়া

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় হামাস প্রধান ইসমাঈল হানিয়া

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাঈল হানিয়াকে সন্ত্রাসের অভিযোগে কালো তালিভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের সামরিক শাখার সঙ্গে ইসমাঈল হানিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের প্রবক্তা তিনি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “তিনি ইসরায়েলি নাগরিক হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া, সন্ত্রাসী হামলার মাধ্যমে আমেরিকার ১৭ জন নাগরিক হত্যার জন্য হামাস দায়ী।” তবে এসব দাবির বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরা হয়নি। মার্কিন বিবৃতিতে হামাসের মদদদাতা হিসেবে ইরানকে অভিযুক্ত করা হয়েছে।

ইসমাঈল হানিয়ার ওপর মার্কিন অর্থ বিভাগও নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এর আওতায় ইসমাঈল হানিয়ার যদি কোনো সম্পদ আমেরিকায় থাকে তাহলে তা জব্দ করা হবে। এছাড়া, হানিয়ার সঙ্গে মার্কিন কোনো কোম্পানি বা ব্যক্তি ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। সূত্র: প্যালেস্টাইন টুডে