শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > যুক্তরাষ্ট্রে এভারটন ফাইনালে

যুক্তরাষ্ট্রে এভারটন ফাইনালে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ তার নামই স্টোনস। আর ফুটবল মাঠে বড় মঞ্চে দেখালেন পাথরসম দৃঢ়তা। মাত্রই পেনাল্টি শুট আউটে মিস করলেন ইতালির শীর্ষ তারকা আন্দ্রে পিরলো। কিন্তু নিজের শক্ত স্নায়ু ঠিকই দেখালেন এভারটনের তরুণ ফুটবলার জন স্টোনস। স্টোনসের সফল শুট আউটে টাইব্রেকারে বিশ্ব ফুটবলের জায়ান্ট দল জুভেন্টাসকে পেছনে ফেলে ফাইনালে উঠে গেল এভারটন এফসি। যুক্তরাষ্ট্রে প্রাক মওসুম মিনি টুর্নামেন্টে দল দু’টি বুধবার নক আউট ম্যাচ খেলতে নেমেছিল। সানফ্রান্সিসকোয় এদিন খেলার নির্ধারিত ৯০ মিনিট ছিল ১-১ গোলের সমতা। পরে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে এভারটন পেছনে ফেলে টানা দুইবারের ইতালি সিরি ‘এ’ লীগ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। আর ইংলিশ ফুটবলে চকোলেটখ্যাত এভারটনকে ফাইনালে তুলতে জন স্টোন নিজের স্পট কিকে দেখান বলে আলতো খোঁচায় দারুণ পেনাল্টি কিক। মিনি টুর্নামেন্টে অপর ম্যাচে মোকাবিলা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও যুক্তরাষ্ট্রের মেজর লীগের শিরোপাধারী লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। ওই ম্যাচের বিজয়ীর সঙ্গে পরে ফাইনালে নামবে এভারটন।