শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থী ৫০ লক্ষাধিক

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শরণার্থী ৫০ লক্ষাধিক

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
সিরিয়ার গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য বর্তমানে ৫০ লাখের বেশি মানুষ পালিয়ে অন্যান্য দেশে শরণার্থী হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পাশের দেশ তুরস্ক, লেবানন, জর্দান, ইরাক এবং মিশরে পালিয়ে জীবন বাঁচিয়েছেন এই ৫০ লাখ মানুষ।

গত ছয় বছরের গৃহযুদ্ধে প্রতিনিয়তই উদ্বাস্থ হচ্ছেন মানুষ, হারাচ্ছেন বসত-ভিটা, বাড়ি-ঘর। যুদ্ধের সঙ্গে প্রতিদিন ভোর হয় দেশটিতে। রোজই সৃষ্টি হয় নতুন সংকটের।

গত বছরই (২০১৬) এই শরণার্থী সংখ্যা ছিল ৪৮ লাখ ৮ হাজার ৫৩১ জন। এখন যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৮ হাজার ৪৭৩ জনে। যা দেশটির মোট জনসংখ্যার ছয় ভাগের এক ভাগের বেশি। ২০১৫ সালের আগস্টে এ সংখ্যা ছিল ৩০ লাখ।

শরণার্থীদের বেশি মানুষই তুরস্কে প্রবেশ করেছেন। এছাড়া ইউরোপসহ অন্যান্য অঞ্চলেও যাচ্ছেন অসহায় মানুষ।

সূত্র: বাংলানিউজ