শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > যুদ্ধসংগঠক বেলাল মোহাম্মদ আর নেই

যুদ্ধসংগঠক বেলাল মোহাম্মদ আর নেই

শেয়ার করুন

স্টাপ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বেলাল মোহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাত ৪টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিবারের সদস্যরা জানান, অসুস্থ বোধ করায় সোমবার বিকালে বেলাল মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। দেয়া হয় লাইফ সাপোর্ট। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

বেলাল মোহাম্মদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ২০১০ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

বেলাল ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে জন্ম নেন। তার মায়ের নাম মাহমুদা খানম ও বাবার নাম মৌলভী মোহাম্মদ ইয়াকুব।

১৯৭৩ সালে স্ত্রীর মৃত্যুর পর একমাত্র সন্তান আনন্দকে নিয়ে বেঁচেছিলেন বেলাল। ১৯৯৮ সালে আনন্দ ৩২ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান।

বেলাল মোহাম্মদ ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কমিটির প্রথম সদস্য ছিলেন তিনি।

১৯৬৪ সালে দৈনিক আজাদীর উপসম্পাদক হিসেবে যোগ দেন বেলাল। ওই বছরই রেডিও পাকিস্তানের চট্টগ্রাম কেন্দ্রে স্ক্রিপ্টরাইটার হিসেবে কাজ শুরু করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেলাল মোহাম্মদ চট্টগ্রাম বেতার কেন্দ্রে কর্মরত ছিলেন। ২৬ মার্চ বেলাল মোহাম্মদ ও তার সঙ্গীরা মিলে কালুরঘাটের বেতার স্টেশনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়।