শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > লাইফস্টাইল > যৌবনের আগমন

যৌবনের আগমন

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ নানা সংস্কৃতি ও ইতিহাসে প্রাপ্ত বয়স্কতা নানা লণ দেখে নির্ণয় করা হয় যৌবনের আগমনের সাথে সাথে। যেমন- স্ত্রীলোকের ঋতুস্রাব হওয়া, পুরুষের উত্থিত হওয়া ও যৌনকেশ গজানো উভয়ের ইত্যাদি লণ। বর্তমানে ছেলেদের ১২ বছরে ও মেয়েদের ১০ বছরেই এসব লণ দেখা দেয়, যদিও তা ব্যাক্তি থেকে ব্যাক্তিতে পরিবর্তিত হয়। নানান অভিধানে জীব বৈজ্ঞানিক প্রাপ্ত বয়স্কতার সংজ্ঞা দেয়া হয়েছে এভাবেঃ ”এটা জীবন চক্রের এমন এক পর্যায় যখন প্রাণী পুনরূপাৎদনের মতা অর্জন করে।” প্রাপ্তবয়সের সূচনা হিসেবে ধরা হয় যখন একজন মানুষ বয়ঃসন্ধিতে পা রাখে। এসময় উভয়লিঙ্গের মানুষের মধ্যেই গৌণ যৌন বৈশিষ্ট প্রকাশ পায়। যেমন নারীতে ঋজঃচক্র শুরু হয়, পুরুষের বীর্যপাতের মতা তৈরী হয় এবং উভয় লিঙ্গতেই জনন অঙ্গে কেশোদগম হয়। নানান অভিধানে জীব বৈজ্ঞানিক প্রাপ্ত বয়স্কতার সংজ্ঞা দেয়া হয়েছে এভাবেঃ ”এটা জীবন চক্রের এমন এক পর্যায় যখন প্রাণী পুনরূপাৎদনের মতা অর্জন করে।” বয়ঃসন্ধি তথা জীববৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে প্রাপ্তবয়সের শুরু হয়, ছেলেদের েেত্র ১০ বা ১১ বছর বয়সে এবং মেয়েদের েেত্র ১১ বা ১২ বছর বয়সে। যদিও এটি বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন হতে পারে

আইনগতভাবে প্রাপ্তবয়স্কতা হলো একটা চুক্তির মতো, যেখানে তার ওপর থেকে মা-বাবার চিন্তা, ভরণ পোষণের দায়িত্ব শেষ হয়, বিয়ে, ভোট দেয়া, চাকুরী করা, সামরিক বাহিনীতে যোগ দেয়া, ক্যাসিনোতে জুয়া খেলা, যৌনকর্মীর কাছে যাওয়া বা নিজে যৌনকর্মী হওয়া, গাড়ি চালানোর অধিকার পাওয়া, পর্ণোগ্রাফির মডেল হওয়া ও মদ্যপান করা ইত্যাদি ব্যাপার ঘটে।

সরাসরি উইকিপিডিয়া থেকে মেরে দিয়েছি।

এবার আমার মনে উদয় হওয়া একটা প্রশ্ন করি। প্রাপ্তবয়স্কতা একটা চুক্তি না প্রয়োজন? রাত ২টায় আপনার পটি করার শারীরিক উদ্যোগ এলে আপনাকে যদি বলি আপনি সুর্যোদয়ের আগে এটা করতে পারেন না, এটা বেআইনী। তাহলে কি আপনার পটি থেমে যাবে? প্রাপ্ত বয়স্কতা যদি পুরুষের উত্থিত হওয়াকেই বুঝায় তাহলে কি বেচারাকে বলেও দিতে হবে যে, এই আমার কিন্তু সময় হয়েছে।
আমার মনে হয় এই ১৮বছরে প্রাপ্তবয়স্ক হওয়ার আইনটা ব্যাভিচারিদের বানানো, এর সমর্থক ব্যাভিচারিরা, প্রয়োগের বেলায় আমিও পড়ে গেলাম। দুঃখ।