শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > রনি মিথ্যাচার করেছে : স্পিকার

রনি মিথ্যাচার করেছে : স্পিকার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ স্পিকারের উদ্ধৃতি দিয়েও মিথ্যাচার করেছেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে উদ্ধৃত করে মঙ্গলবার রনির দেয়া বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনে নিজকে স্পিকার সাংবাদিকদের বলেন, ‘আমি এ ধরনের কোনো মন্তব্য করিনি। এমন মন্তব্য করার কোনো প্রয়োজন নেই।’

মঙ্গলবার দিনভর পদত্যাগ নাটকের এক পর্যায়ে গোলাম মাওলা রনি স্পিকারের সঙ্গে দেখা করেন। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি স্পিকারের কাছে জানতে চেয়েছি আমার আচরণে সংসদ বিব্রত কি না। দলের কিছু করার আছে কি না। জবাবে স্পিকার বলেছেন, ‘এর মধ্যে সংসদের বিব্রত হওয়ার কিছু নেই। দলের কোনো বিষয় থাকলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে বলেছেন।’ দল, সংসদ বা সরকার বিব্রত হলে পদত্যাগ করব বলে রনি জানান।

এ বিষয়ে স্পিকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সম্মেলনে গোলাম মাওলা কী বলেছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে জানতে চাইলে আমি বলব, ঠিক ওই বাক্যটি আমার নয়। স্পিকার সবকিছু বলতে পারেন না। বলার প্রয়োজনও নেই। ওই সাংবাদিক সম্মেলনে গোলাম মাওলা দাবি করে বলেন, স্পিকার আমার বক্তব্য শোনার পর হুইপদের ডেকেছিলেন। এ বিষয়ে শিরীন শারমিন বলেন, আমি হুইপদের ডাকিনি। হুইপ সাগুফতা ইয়াসমিন আগে থেকেই আমার কে ছিলেন। পরে গোলাম মাওলা আসার কারণে হুইপ আ স ম ফিরোজ এসেছিলেন বলে জানান স্পিকার।