শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > রসায়নে তিন মার্কিনীর নোবেল জয়

রসায়নে তিন মার্কিনীর নোবেল জয়

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রসায়নশাস্ত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিন মার্কিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। বৃহস্পতিবার নোবেল কমিটি এই ঘোষণা দেয়। মার্টিন কারপ্লাস, মিচেল লেভিত এবং আর্ক ওয়ারশেল নামের এই তিন বিজ্ঞানী যৌথভাবে ভাগাভাগি করে নেবেন নোবেল পুরস্কারের সাড়ে ১২ লাখ মার্কিন ডলার। রাসায়নিক প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি কম্পিউটার মডেল দিয়ে প্রকাশ করার জন্যই এই তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কায় দেয়া হয় বলে কমিটি থেকে জানানো হয়। রাসায়নিক বিক্রিয়া বিদ্যুৎ চমকানোর গতি বাড়িয়ে দেয়। পারমাণবিক কণাগুচ্ছের মধ্যে এই গতি প্রবাহিত হয়। যা বিজ্ঞানীদের খোলা চোখে ধরা পরে না। এ বিষয়ে এই তিন বিজ্ঞানী দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।