মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > রাখাইনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

রাখাইনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
মিয়ানমার: রাখাইন রাজ্যের বিদ্যমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে দফতরের মুখপাত্র মরগান অর্টাগাস বলেন, রাখাইন রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র আলাপ-আলোচনার মাধ্যমে সহিংসতা বন্ধ, স্থানীয় সম্প্রদায়ের সুরক্ষার জন্য নতুন প্রচেষ্টা এবং মানবিক সহায়তার জন্য নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করার করার আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, তিন বছর আগে যখন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা পুরুষ, নারী এবং শিশুদের বিরুদ্ধে নৃশংস আক্রমণ শুরু করে, তখনও যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার এবং দায়ীদের জবাবদিহির আহ্বান জানিয়েছিলেন। পরবর্তী সময়ে নির্যাতনের জন্য দায়ীদের বিচার ও জবাবদিহি জোরদারে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিয়েছে।