মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের অস্ত্রবিরতির ঘোষণা

রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের অস্ত্রবিরতির ঘোষণা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহীরা একতরফাভাবে এক মাসের জন্য অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। আজ (রোববার) থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে।

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি শনিবার দেয়া এক বিবৃতিতে অস্ত্রবিরতির এ ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘তারা রাখাইনে মানবিক সংকট বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আশা করছে মিয়ানমারের সেনাবাহিনীও সেখানে অস্ত্রবিরতি করবে।’ তবে এ বিষয়ে এখনও মিয়ানমার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত ২৫ আগস্ট পুলিশের উপর এই রোহিঙ্গাদের চালানো হামলার প্রতিক্রিয়ায় রাখাইনে সেনা অভিযান শুরু হয়, যার কারণে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বাংলাদেশে শরণার্থীর স্রোত এখনো অব্যাহত। বহু রোহিঙ্গা নিহত হচ্ছেন এবং সীমান্তের দুপাশেই তৈরি হয়েছে এক মানবিক পরিস্থিতি।

এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের তরফ থেকে এ একতরফা অস্ত্রবিরতির ঘোষণা এলো। একই সঙ্গে তারা সাহায্যকারী সংস্থাগুলোতে রাখাইন এলাকায় তাদের কর্মকাণ্ড শুরু করাও আহ্বান জানিয়েছেন। সূত্র : বিবিসি