বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ , ৪ঠা বৈশাখ, ১৪৩১ , ৭ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা

রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গোলাম আযমের মৃত্যুর পর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশসহ রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আইন-শৃঙ্খলাবাহিনী সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
গণভবনের আশপাশের এলাকা থেকে শুরু করে মগবাজারে জামায়াতের কার্যালয় ও এর আশপাশ, ফার্মগেট, বাংলামটর, শাহবাগ, হাইকোর্ট, পল্টন, কাকরাইল, রামপুরা এলাকায় জলকামানসহ অত্যাধুনিক সাজোয়া যান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
পুলিশের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রাত মারা যান গোলাম আযম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শুক্রবার সকাল ৭টার কিছু পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে গোলাম আযমের মরাদেহ ময়না তদন্ত শেষে মগবাজারের কাজী অফিস গলির নিজ বাসায় নিয়ে যান তার বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আযমী।