শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > রাজধানীতে ট্রাফিক আইন না মানায় একদিনে ১৮ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ট্রাফিক আইন না মানায় একদিনে ১৮ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭ লাখ ৯৬ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানকালে ২৬৭৮টি মামলা করা হয়েছে। এ সময় ট্রাফিক অভিযানে ৪০টি গাড়ি ডাম্পিং ও ৫৩৬টি গাড়ি রেকার করা হয়।

রোববার সকাল থেকে রাত পর্যন্ত এসব অভিযান চলে।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২২৪টি গাড়ির বিরুদ্ধে মামলা হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে ৭১৫টি মামলা ও ১২টি মোটরসাইকেল আটক করা হয়। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে অব্যাহত থাকবে।