বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > রাজধানীর ফুটওভার ব্রিজের বিচিত্র ব্যবহার…

রাজধানীর ফুটওভার ব্রিজের বিচিত্র ব্যবহার…

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পুরানা পল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনের ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে ভবঘুরে ও মাদকাসক্তদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হচ্ছে। নোংরা পরিবেশের কারণে ফুটওভার ব্রিজটি ব্যবহার খুব কমই ব্যবহার হয় রাস্তা পারাপারে জন্য।

তোপখানা সড়কের জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটওভার ব্রিজটিরও একই অবস্থা। ছিন্নমূল ও মাদকাসক্তরা এটিকে স্থায়ী আশ্রয়স্থল তৈরি করেছে। ফুটপাতে স্থান না হওয়ায় ফুটওভারর ব্রিজেই পুরো পরিবার নিয়েই থাকা-খাওয়াসহ সবকিছুই করছে এরা।

শাহবাগে ফুলের পাইকারি আড়তের সামনের ফুটওভার ব্রিজটি মূলত আড়তের ক্রেতা-বিক্রেতাদের নিজস্ব কাজেই ব্যবহার হচ্ছে। ফুটওভার ব্রিজের ওপর আড়তের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র রেখে পথচারিদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

শাহবাগ বারডেম হাসপাতালের কার পার্কিংয়ের গেটের সামনের ফুটওভার ব্রিজের সিঁড়িতে ফুটপাতের দোকানের মালামাল রেখে পথচারিদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে হকাররা। তবে পথচারিদের কিছুটা বিশ্রামেরও ব্যবস্থা হয়েছে বটে।

শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে। এটি মূলত পথচারিদের চেয়ে হকাররাই বেশি ব্যবহার করছে। পথচারীদের চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

ফার্মগেট ফুটওভার ব্রিজটি দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে। এটি মূলত পথচারিদের চেয়ে হকাররাই বেশি ব্যবহার করছে। পথচারিদের চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম