শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > রাজনীতিতে সাকিব!

রাজনীতিতে সাকিব!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের রাজনীতির মাঠে প্রবেশ করেছেন জনপ্রিয় ক্রিকেটার জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ‘রূপকল্প ২০২১, গত ৫ বছরের অর্জন, আগামী ৫ বছরের অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি উপস্থিত হন।

এসময় সাকিব বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা খুবই ভালো পারফর্মেন্স করছি। সামনে টি-২০ বিশ্বকাপ তাতে আমরা আরো ভালো করবো বলে আশা করি।’

অবশ্য ক্রিকেটের বাইরে রাজনীতির বিষয় নিয়ে সাকিব কোনো কথা বলেননি।

এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়। সভায় আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবীদ আবুল বারাকাত, কণ্ঠশিল্পী মাকছুদুল হক প্রমুখ।

এর আগে জয় তার ফেসবুক পেজে জানিয়েছিলেন, ‘সুচিন্তা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘রূপকল্প ২০২১, লক্ষ্য ও অর্জন’ শীর্ষক সেমিনারে আমি প্রধান বক্তা হিসেবে থাকছি আজ দুপুর ৩:৩০ মিনিটে। একাত্তর টিভিসহ আরো কয়েকটি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এটি দেখার জন্যে আপনাদের অনুরোধ জানাই।’