শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ‘রাজনীতিবিদদের চরিত্র হনন করাই টিআইবি’র উদ্দেশ্য’

‘রাজনীতিবিদদের চরিত্র হনন করাই টিআইবি’র উদ্দেশ্য’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হনন ও বিচার বিভাগকে বিতর্কিত করতেই টিআইবি এ মুহুর্তে এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হনন ও বিচার বিভাগকে বিতর্কিত করার জন্য একটি শ্রেণী উঠেপড়ে লেগেছে। এজন্যই দেশের ক্রান্ত্রিকালে টিআইবি এই রিপোর্ট প্রকাশ করেছে।’
কামরুল ইসলাম আজ বুধবার দুপুরে রাজধানীর রামসীতা মন্দিরে রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রামসীতা মন্দির কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি গনেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি চিত্ত রঞ্জন দাস, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কৃষক লীগের সহ সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, এম এ করিম, রামসীতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।
আইনপ্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর এজন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।
তিনি বলেন, অশুভশক্তি দেশকে আবারও অন্ধকারের অতল গভীরে নিয়ে যাওয়ার জন্য যড়যন্ত্র করছে। আজকে আবারো ১/১১ এর পুনারাবৃত্তির চেষ্টা চলছে।
কামরুল ইসলাম বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দই দেশ পরিচালনা করছেন এবং করবেন। তাদের চরিত্র হননের অপচেষ্টা সফল হবে না।
আলোচনা সভা শেষে আইন প্রতিমন্ত্রী মন্দিরকমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত নেতাদের নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করেন।