শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ‘রাজনীতি-গণমাধ্যমের বিষাক্ত ভাষা থেকেই ক্রাইস্টচার্চ মসজিদে হামলা’

‘রাজনীতি-গণমাধ্যমের বিষাক্ত ভাষা থেকেই ক্রাইস্টচার্চ মসজিদে হামলা’

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, শরণার্থীদের নিয়ে রাজনৈতিক বিষাক্ত ভাষা ছড়িয়ে দেয়ায় ক্রাইস্টচার্চের মসজিদে বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার তিনি নিরাপত্তা পরিষদকে বলেন, জাতিসংঘে আমার তিন দশকের কর্মজীবনে রাজনীতি ও গণমাধ্যমের ভাষায় এমন বিষ, এমন গরল কখনও দেখিনি।-খবর এএফপির

এটি সবার জন্যই উদ্বেগের বিষয় হওয়া উচিত বলে জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে বিষাক্ত ভাষার কারণেই ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার এই প্রধান বলেন, কাজেই ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের দৃষ্টান্তমূলক জবাব থেকে শিক্ষা নেয়া উচিত বিশ্ববাসীর।

গত ১৫ মার্চে নিউজিল্যান্ডের আল নুর ও লিনউড মসজিদে জুমার নামাজের সময় জোড়া হামলায় অর্ধশত মুসল্লি নিহত হয়েছিলেন।

আমাদের সমাজ কখনও সমৃদ্ধ হবে না, যদি না সবাইকে সেখানে অন্তর্ভুক্ত করতে না পারি বলে যে দৃঢ় উক্তি নিউজিল্যান্ড করেছে, তার প্রতি সমর্থন জানিয়েছেন গ্রান্ডি।

মসজিদে হামলাকে সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন কিউ প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান। পরে দেশটির অস্ত্র আইন আরও কঠোর করার নির্দেশ জারি করেন তিনি।