শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > রাজশাহীর জঙ্গি আস্তানায় ॥ ফের শুরু হয়েছে ‘অপারেশন সান ডেভিল’

রাজশাহীর জঙ্গি আস্তানায় ॥ ফের শুরু হয়েছে ‘অপারেশন সান ডেভিল’

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

ফের শুরু হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুর গ্রামের জঙ্গি আস্তানায় অপারেশন সান ডেভিল। আজ সকাল ৯টার দিকে এ অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনীপুর গ্রামের এই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। এরপর মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা তাতে সাড়া দেয়নি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির দেয়ালে পানি দিয়ে ফুটো করার চেষ্টা করে।

এ সময় জঙ্গিরা বাড়ি থেকে বের হয়ে আচমকা পুলিশ ও দমকল বিভাগের কর্মিদের ওপর হামলা চালায়। পুলিশ তখন পাল্টা গুলি চালায়। এ সময় নিজেদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ জঙ্গি মারা যায়।

নিহতরা হলো- বাড়ির মালিক সাজ্জাদ হোসেন (৫০), তার স্ত্রী বেলী বেগম (৪৫), তাদের ছেলে আল-আমিন (২০) ও মেয়ে কারিমা খাতুন (১৭) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবিপুর গ্রামের আশরাফুল (২৪)। জঙ্গিদের হামলায় দমকল বিভাগের এক কর্মী মারা গেছেন। তার নাম আব্দুল মতিন (৪০)। তিনি গোদাগাড়ীর মাটিকাটা ভাটা গ্রামের মৃত এহসান আলীর ছেলে।