শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > রাজাধানীসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূকম্পন

রাজাধানীসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূকম্পন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বেশ কয়েকটি এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

সোমবার সকাল ৯টা ৪৪ মিনিট ২৮ সেকেন্ডে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরায় ।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৪ কিলোমিটার পূর্বে ব্রাহ্মণবাড়িয়া-ত্রিপুরা সীমান্তের কাছাকাছি এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আবুল কালাম জানান, ভূকম্পন অনুভূত হলে লোকজন ভয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসেন।

সোমবার সকাল নয়টা ৪৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনের স্থায়িত্ব ছিল ১০ সেকেন্ডের মতো। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল তা জানা যায়নি।

ভূকম্পনের কারণে শহরের বহুতল ভবনের অনেক বাসিন্দা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। তাদের অনেকেই জানিয়েছেন, অফিস ও বাসাবাড়ির সবকিছু এলোমেলোভাবে নড়ছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, তিনি ভূকম্পনের বিষয়টি শুনেছেন। তবে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।