শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > রাষ্ট্রপতি জনগণের চোখের ভাষা বুঝবেন, আশা ফখরুলের

রাষ্ট্রপতি জনগণের চোখের ভাষা বুঝবেন, আশা ফখরুলের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাষ্ট্রপতি জনগণের চোখের ভাষা বুঝবেন বলে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন বলে আশা করছি।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা পজিটিভ রাজনীতি করি, নেগেটিভ রাজনীতি করি না। এখনো সার্চ কমিটি করেননি রাষ্ট্রপতি। আমরা প্রত্যাশা করবো, রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন এবং এর মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বেগম খালেদা জিয়া একটি প্রস্তাব দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটাকে অন্তঃস্বারশূন্য বললেও রাষ্ট্রপতি এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখেছেন। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার প্রস্তাবের পরে রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন। এখনো তিনি সার্চ কমিটি করেননি। তবে আমরা আশা করবো, তিনি (রাষ্ট্রপতি) জনগণের মনের ভাষা বুঝে নিরপেক্ষ সার্চ কমিটি করবেন।