শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > রাষ্ট্রের বড় বড় দুর্নীতি বন্ধ করতে হবে

রাষ্ট্রের বড় বড় দুর্নীতি বন্ধ করতে হবে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রের ছোট ছোট আর্থিক দুর্নীতি বন্ধ করে দেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। দুর্নীতি বন্ধ করতে হলে রাষ্ট্রীয় যে বড় বড় দুর্নীতি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নবাব নওয়াব আলী চৌধুরী অডিটোরিয়ামে ‘পাবলিক স্যাটিসপেকশন উইথ কারেন্ট পুলিশিং প্র্যাক্টিস’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন দেওয়ার জন্য তিন মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিলো তারা দুই বছর মতায় ছিলো। এটা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড় দুর্নীতি।  এধরনের  বড় দুর্নীতি বন্ধ না করা গেলে দেশের দুর্নীতি বন্ধ করা যাবে না।

পুলিশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা পুলিশের শুধু নেতিবাচক সমালোচনা করি। কিন্তু পুলিশ যে ভালো কাজ করে এ কাজের প্রশংসা আমরা করি না। পুলিশের ভালো কাজের প্রশংসা আমাদের করতে হবে। যাতে তারা আরো ভালো কাজের উৎসাহ পায়।

ঐশী প্রসঙ্গে তিনি বলেন, ঐশী তার বাব-মাকে খুন করে যে দোষ করেছে, তার চেয়ে বেশি দোষ হচ্ছে আমাদের আজকাল সমাজ কাঠামোর। যে সমাজে ঐশী বড় হচ্ছিলো সে সমাজ কাঠামোটি সঠিক ছিলো না। এ সমাজ কাঠামোর পরিবর্তন করতে হবে।

বাংলাদেশ সোসাইটি অব ক্রিমিনোলজির প্রেসিডেন্ট একেএম সাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন-  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।