শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ‘রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা প্রচলনে সরকার ব্যর্থ’

‘রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা প্রচলনে সরকার ব্যর্থ’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার বিকেলে পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাপার এক আলোচনা সভায় জাপা নেতৃবন্দ বলেছেন, আমরা ২১ ফেব্রুয়ারি এলেই একুশের চেতনার কথা বলি এবং শহীদদের বেদীতে ফুল দেই। কিন্তু সারাবছর শহীদ মিনার সুরক্ষার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করি না।

জাপা নেতারা অভিযোগ করে বলেন, বিভিন্ন রেডিও চ্যানেল এবং টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের নামে বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলো দেখেও না দেখার ভান করছে। একই সাথে ব্যাংক, বীমা, সরকারি-বেসরকারি অফিসও বাংলার পরিবর্তে ইংরেজি ভাষার জয়জয়কার। সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা প্রচলনে সরকার ব্যর্থ হয়েছে।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন জাপা ঢাকা মহানগরের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। আরো বক্তব্য রাখেন নগরের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, নগর নেতা মীর আজগর আলী, হাজী ফারুক আহমেদ, আকতার দেওয়ান, খোরশেদ আলম খুশু, শেখ মাসুক রহমান, সুজন দে, মাহবুবুর রহমান খসরু, জাহাঙ্গীর আলম প্রমুখ।