শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > রাসায়নিক অস্ত্র রক্ষায় সিরিয়া যুদ্ধে প্রস্তুত বৃটেন

রাসায়নিক অস্ত্র রক্ষায় সিরিয়া যুদ্ধে প্রস্তুত বৃটেন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বৃটেন সিরিয়ার সঙ্গে নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার রাসায়নিক অস্ত্র যাতে কোনভাবেই আল-কায়েদার হাতে না পড়ে নেটা নিশ্চিত করতেই বৃটেনের এ প্রস্তুতি বলে বিদায়ী সেনাপ্রধান জেনারেল স্যার ডেভিড রিচার্ডস। দি সানের সঙ্গে বিশেষ এক বিদায়ী সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন আসাদ সরকারের যদি পতন ঘটে তখন সেখানকার রাসায়নিক অস্ত্রের মজুদ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে যাওয়ার হাত থেকে রক্ষা করতে যুক্তরাজ্য ব্যবস্থা নেবে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতে বৃটিশ বাহিনীর বড় ধরনের অভিযান পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন কৌশলগত দৃষ্টিতে সিরিয়া অভিযানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের ঝুঁকিটাই সবচেয়ে বেশি বড় হয়ে দেখা দিয়েছে। সন্ত্রাসবাদের ঝুকি যদি সত্যিকার অর্থেই বড় হয়ে দেখা দেয় সেক্ষেত্রে সেটা প্রশমনে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এজন্য আমরা তৈরিও রয়েছি। বিদায়ী সেনাপ্রধান বলেন সিরিয়াতে এখন যা ঘটছে সেটার ফলে যদি রাসায়নিক অস্ত্র ঝুঁকিতে পরে সে ক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতেই হবে। এ জন্য আমাদের হাতে সব কিছুরই সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা রয়েছে। বৃটিশ সশস্ত্র বাহিনীর জন্য এটা আবার নতুন করে কোন যুদ্ধে লিপ্ত হওয়ার ঘটনা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন বিষয়টি বেশ সীমিত সময়ের জন্য হলেও অনেকেই এটা বলতে পারেন। এদিকে ডেইলি টেলিগ্রাফ পত্রিকাতে গতকাল প্রকাশিত আরেক সাক্ষাৎকারে জেনারেল ডেভিড রিচার্ডস হুঁশিয়ারি দিয়ে বলেছেন স্থলভাগে নিয়ন্ত্র না নিয়ে সিরিয়ার ওপর ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করা হলে সেটা সফল হবে না। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতে আন্তর্জাতিক তৎপরতার ক্ষেত্রে বৃটেন অগ্রণী ভূমিকা পালন করছে। সিরিয়ার রাসায়নিক অস্ত্রের হামলা থেকে বিদ্রোহীদের রক্ষা করতে বৃটেন তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। তবে টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে ডেভিড রিচার্ডস বলেছেন সিরিয়ার শাসকের হিসাব-নিকাশের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে হলে কেবল উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করাই যথেষ্ট নয়। তিনি বেলন যেমনটা লিবিয়াতে সফলতার সঙ্গে করা হয়েছে ঠিক তেমনি স্থলভাগের বিভিন্ন স্থানে আঘাত হানতে হবে। তাদের বিমান প্রতিরক্ষাকে ধ্বংস করে দিতে হবে। ৬১ বছর বয়সী সেনাপ্রধান বলেন আন্তর্জাতিক ঐকমত্য এবং বিদ্রোহীদের এলামেলো তৎপরতার কারণে সিরিয়াতে কোন সামরিক সমাধান সম্ভব নয়। ৪০ বছরের বেশি সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে রিচার্ডস বৃহস্পতিবার অবসর গ্রহণ করেন।