শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > রায়ের পর চট্টগ্রামে পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর

রায়ের পর চট্টগ্রামে পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম ॥ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশের পরপরই শুরু হয়ে গেছে জামায়াত-শিবিরের তাণ্ডব। চট্টগ্রাম নগরীতে ক্ষুব্ধ জামায়াতে ইসলামীর কর্মীরা মিছিল করে হাতবোমা বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে আগুন দিয়েছে।

সুপ্রিম কোর্টে মঙ্গলবার সকালে রায় ঘোষণার এক ঘণ্টার মধ্যে নগরীর তিন পোলের মাথা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ।

মিছিলটি এনায়েত বাজার মোড়ে এসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় মিছিলে থাকা ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়ি এবং একটি প্রাইভেটকারে আগুনও দেয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এক পর্যায়ে মিছিলকারীরা সটকে পড়ে।

মিছিলকারী তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনার পর ওই এলাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়, দোকান-পাটও সব বন্ধ হয়ে গেছে।