বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ , ১২ই বৈশাখ, ১৪৩১ , ১৫ই শাওয়াল, ১৪৪৫

হোম > লাইফস্টাইল > রিবন্ডিং এর পর চুলের সঠিক যতœ

রিবন্ডিং এর পর চুলের সঠিক যতœ

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥

ঢাকা : কোকড়া চুলের একঘেয়েমি দূর করতে অধিকাংশ রূপসচেতন নারী রিবন্ডিং করিয়ে নেন। বর্তমানে ফ্যাশনটি বেশ জনপ্রিয়। তবে রিবন্ডিং করার পর চুলের সঠিক যতœ না নিলে অল্পদিনেই সৌন্দর্য হারিয়ে যায়। যতœ না নিলে  রিবন্ডিং করার পর চুল পড়ে যাওয়া, আগা ফেটে যাওয়া, রক্ষ্ম হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। রিবন্ডিং চুল সঠিক নিয়মে যতœ করা গেলে দীর্ঘদিন পর্যন্ত চুল স্ট্রেইট থাকে। তাই রিবন্ডিং চুলের সৌন্দর্য ধরে রাখতে জেনে নিতে পারেন সঠিক যতœ সম্পর্কে।

– চুল রিবন্ডিং করার ৩ দিন পর্যন্ত শ্যাম্পু অথবা ভিজিয়ে গোসল না করায় ভালো। এমনকি এসময় কোনো প্যাকও ব্যবহার করবেন না।

– রিবন্ডিং চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার না করায় ভালো। হেয়ার ড্রায়ার চুলকে রুক্ষ্ম করে দেয়।

– চুলে যেকোন প্রকার রাসায়নিক পদার্থ যেমন হেয়ার কালার, হাইলাইটিং অথবা অন্য কোনো রাসায়নিক পদার্থ দুই মাসের আগে ব্যবহার করা যাবে না।

– চুল রিবন্ডিং করার পর শ্যাম্পু করে অবশ্যই কন্ডিশনার লাগাতে হবে। শ্যাম্পু করার সময় অবশ্যই ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে।

– সপ্তাহে অন্তত ৩ দিন তেল লাগালে হিটের কারণে ক্ষতিগ্রস্থ চুল ঠিক হবে।

– চুল আঁচড়াতে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন, চুল ছেড়ার সম্ভাবনা কম থাকে।

– চুল রিবন্ডিং উপযোগী শ্যাম্পু ব্যবহার করতে হবে। নিয়মিত হেয়ার সিরাম ব্যবহার করলে চুল ভেঙ্গে যাওয়া রোধ হয়।